এক নজরে
কালেরস্বাক্ষী বহনকারী সুরমা নদী তীরে গড়ে উঠাসুনামগঞ্জ সদরউপজেলার একটিঐতিহ্যবাহী অঞ্চল হলো লক্ষণশ্রী ইউনিয়ন।কাল পরিক্রমায় আজ লক্ষণশ্রীইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৭নং লক্ষণশ্রীইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৯.৯১(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ১৫৬৭৭জন পুরুষ-৭৮২৯, মহিলা-৭৮৪৮
ঘ) গ্রামের সংখ্যা – ১৫টি।
ঙ) মৌজার সংখ্যা – ৭ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা,লেগুনা,ইত্যাদি ।
জ) শিক্ষার হার – ৩৫.০৪%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
নিম্ম মাধ্যমিক বিদ্যালয়:১টি,
উচ্চ বিদ্যালয়ঃ ১টি,
মাদ্রাসা- ৪টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব হাজী আব্দুল ওয়াদুদ
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০০৯ ইং।
ড) নব নির্বাচিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ইং
২) প্রথম সভার তারিখ – ০৭/০৮/২০১৬ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৭/০৮/২০২১ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
(১)ফকির নগর (২)জলিলপুর (৩) হবতপুর (৪) বারঘর (৫)হলোয়ারগাঁ(৬) ছলিমপুর (৭) বাহাদুরপুর, (৮)জানীগাঁও (৯)নীলপুর(১০) তাজপুর, (১১)উ: গোবিন্দপুর((১২) মদনপুর (১৩)শ্রীপুর (১৪)রাবারবাড়ী (১৫)ইসলামপুর ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস