Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লক্ষণশ্রী ইউনিয়নের উন্মুক্ত_ভাতা_যাচাই_বাছাই
বিস্তারিত
প্রিয়, লক্ষণশ্রী ইউনিয়ন বাসী প্রীতি ও শুভেচ্ছা নিবেন। আগামী ১০-০২-২০২০ ইং রোজ সোমবার সারাদিন ব্যাপি লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই করা হবে। উক্ত বাছাই কার্যক্রমে ভাতা পেতে ইচ্ছুক ব্যক্তিদের কে প্রয়োজনীয় কাগজ পত্রসহ উপস্থিত থেকে সরকারের মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগীতার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।উল্লেখ্য,যে সকল কাগজপত্র ভাতা প্রত্যাশীদের নিয়ে আসতে হবে। 
১) ভাতা প্রত্যাশীদের মূল আইডি কার্ড (ফেরতযোগ্য)
২) ভাতা প্রত্যাশীদের মূল আইডি কার্ডের ফটোকপি - ২ টি
৩) ভাতা প্রত্যাশীর পাসপোর্ট সাইজের ছবি ২ টি
৪) নমিনির আইডি কার্ডের ফটোকপি ১ টি
৫) প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতিবন্ধী পরিচয় পত্রের ফটোকপি ১ টি
৬) বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু সনদপত্র ১ টি
৭) ভাতা প্রত্যাশীদের মোবাইল নাম্বার
 
প্রচারে
আব্দুল ওয়াদুদ 
চেয়ারম্যান
লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ
সুনামগঞ্জ সদর ,সুনামগঞ্জ
ডাউনলোড
প্রকাশের তারিখ
09/02/2020
আর্কাইভ তারিখ
29/02/2020