বিদ্যালয়টি প্রথমে ইউনাইটেড হাই স্কুল নামে প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু চলতি বৎসরেই অত্র গ্রামের লন্ডন প্রবাসী দানশীল ব্যক্তি মরহুম আলহাজ্জ আব্দুন নূর সাহেবের যোগাযোগ সাপেক্ষে বিদ্যালয়ের নামকরণ হয় আলহাজ্জ জমিরুন নূর উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠাতা আলহাজ্জ আব্দুন নূর ১৯৯২ইং সালে দেশে ফিরে বিদ্যালয় ভবনের কাজ শুরু করেন। কিন্তু ১৯৯৩ইং সনের সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ তিনি অকাল মৃত্যুবরণ করেন। এর ফলে ভবনের কাজ অসমাপ্ত থেকে যায় এবং বিদ্যালয়টি সমস্যার সম্মুখীন হয়। অবশেষে শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় ০১/০১/১৯৯৫ইং তারিখ থেকে জুনিয়র স্বীকৃতি লাভ করে। ০১/০৩/১৯৯৮ইং তারিখ থেকে জুনিয়র এমপিও ভূক্তি লাভ করে। পরবর্তীতে ০১/০৫/২০০৪ইং তারিখ থেকে উচ্চ বিদ্যালয় হিসাবে এমপিও ভূক্ত হয়। অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে বর্তমানে শিক্ষা কার্যক্রম ভালভাবে চলছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS