Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ

সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ

 

অদ্য ০৭-০৭-২০১৫ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০-০০ঘটিকার সময় লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনাব আবদুল ওয়াদুদ, চেয়ারম্যান, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ, সুনামগঞ্জ সদর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভার কার্য্ বিবরণী ।

 

উপস্হিত সদস্যবৃন্দঃ

ক্রঃ নং

নাম

পদবী

স্বাক্ষর

 
 

জনাব নূরুজ্জামান তাং

সদস্য

স্বাক্ষরীত

 

জনাব ফখরুল মিয়া তাং

সদস্য

স্বাক্ষরীত

 

জনাব শাহজাহান সিরাজ

সদস্য

স্বাক্ষরীত

 

জনাব সফিকুল ইসলাম

সদস্য

স্বাক্ষরীত

 

জনাব আলাউদ্দিন

সদস্য

স্বাক্ষরীত

 

জনাব ইকবাল হোসেন

সদস্য

স্বাক্ষরীত

 

জনাব উজির মিয়া

সদস্য

স্বাক্ষরীত

 

বেগম আফিয়া বেগম

সদস্য

স্বাক্ষরীত

 

বেগম নাজমা বেগম

সদস্য

স্বাক্ষরীত

 

১০

বেগম সাহেদা বেগম

সদস্য

স্বাক্ষরীত

 

আলোচ্য সূচীঃ ১। ট্যাক্স আদায় সম্পর্কে আলোচনা ।

          ২। গ্রাম পুলিশ নিয়োগ প্রসঙ্গে আলোচনা ।

          ৩। বিবিধ

 

ইউপি চেয়ারম্যান জনাব আবদুল ওয়াদুদ সভাপতির আসন গ্রহণ করার পর সভার কাজ আরম্ভ করা হয় । বিগত সভার কার্য্ বিবরণী পাঠ ও অনুমোদন করা হয় ।

১নং আলোচনা ও সিদ্ধান্তঃঅদ্যকার সভায় আলোচনাক্রমে সভাপতি জানান যে, ইউপির রাজস্ব আদায় বৃদ্ধি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে ট্যাক্স আদায় করতে হবে । ইউপি অফিসে যে কোন সেবা গ্রহণে বাধ্যতামূলক রাজস্ব আদায় করা । এছাড়া ট্যাক্স কালেক্টর প্রতিটি ওয়ার্ডে গিয়ে ট্যাক্স আদায় করতে হবে । সভায় আলাপ আলোচনা করে, সকল সদস্য একমত পোষণ করেন । সিদ্ধান্তটি সর্ব্ সম্মতিক্রমে গৃহিত হয় ।

                                                                                                                                           (চলমান-০২)

                                             (০২)

২নং আলোচনা ও সিদ্ধান্তঃঅদ্যকার সভায় আলোচনাক্রমে সভাপতি জানান যে, গত ১১-০১-২০১৫ইং তারিখ জনাব রফিক আলী, দফাদার এর মৃত্যুজনিত কারণে দফাদার পদটি শূন্য হয় । উক্ত শুন্যপদে কর্ম্রত ০৯নং ওয়ার্ডের মহল্লাদার জনাব আহমদ আলীকে দফাদার পদে উন্নীত করার প্রস্তাব করেন । এই ব্যাপারে সভায় আলাপ আলোচনা করে যোগ্যব্যক্তি হিসাবে জনাব আহমদ আলীকে দফাদার পদে উন্নীত করার প্রস্তাব সর্ব্ সম্মতিক্রমে গৃহীত হয় । প্রস্তাবটি সদয় অনুমোদনের জন্য এবং মহল্লাদার নিয়োগের সভা সর্ব্ সম্মতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ সদর মহোদয়কে সবিনয়ে অনুরোধ জ্ঞাপন করা হয় ।

 বিবিধঃ১) বিবিধ আলোচনায় ইউপির আয়-ব্যয়ের হিসাব সভাপতি সভায় উপস্হাপন করে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ করেন । হিসাব সভায় আলোচনা করে সর্ব্ সম্মতিক্রমে অনুমোদন করা হয় এবং হিসাব সংরক্ষণের জন্য সচিবকে নির্দ্দেশ দেওয়া হয় ।

সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।

 

 

 

আবদুল ওয়াদুদ

সভাপতি ও চেয়ারম্যান

লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ

সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ

 

স্মারক নং-৮২                                        তারিখঃ  ২২ -০৭-২০১৫খিঃ

সদয় অবগতি ও কার্যার্থেঃ

১) জেলা প্রশাসক, সুনামগঞ্জ ।

২) উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ সদর ।

৩ । জনাব/জনাবা ……………………………. সদস্য (সকল),লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ, সুনামগঞ্জ সদর ।

 

 

 

চেয়ারম্যান

লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ

সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ

 

 

 

লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ

সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ

অদ্য ১৬-০৮-২০১৫ইং তারিখ রোজ রবিবার সকাল ১১-৩০ঘটিকার সময় লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনাব আবদুল ওয়াদুদ, চেয়ারম্যান, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ, সুনামগঞ্জ সদর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভার কার্য্ বিবরণী ।

 

উপস্হিত সদস্যবৃন্দঃ

ক্রঃ নং

নাম

পদবী

স্বাক্ষর

 
 

জনাব নূরুজ্জামান তাং

সদস্য

স্বাক্ষরীত

 

জনাব ফখরুল মিয়া তাং

সদস্য

স্বাক্ষরীত

 

জনাব শাহজাহান সিরাজ

সদস্য

স্বাক্ষরীত

 

জনাব আলাউদ্দিন

সদস্য

স্বাক্ষরীত

 

জনাব আবুল কালাম

সদস্য

স্বাক্ষরীত

 

জনাব উজির মিয়া

সদস্য

স্বাক্ষরীত

 

বেগম আফিয়া বেগম

সদস্য

স্বাক্ষরীত

 

বেগম নাজমা বেগম

সদস্য

স্বাক্ষরীত

 

বেগম সাহেদা বেগম

সদস্য

স্বাক্ষরীত

 

আলোচ্য সূচীঃ ১। শরিক কর্মসুচীর অর্থায়নে প্রকল্প গ্রহণ সম্পর্কে আলোচনা ।

                 ২। জেন্ডার গ্রান্ট্‌স্ প্রসঙ্গে আলোচনা ।

                 ৩। কৌশলগত পরিকল্পনা বহি সম্পর্কে আলোচনা ।

                 ৪।বিবিধ

 

ইউপি চেয়ারম্যান জনাব আবদুল ওয়াদুদ সভাপতির আসন গ্রহণ করে উপস্হিত সকল সদস্যদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে সভার কাজ শুরু করেন । বিগত সভার কার্য্ বিবরণী পাঠ ও অনুমোদন করা হয় ।

 

১নং আলোচনা ও সিদ্ধান্তঃঅদ্যকার সভায় আলোচনা ক্রমে সভাপতি জানান যে, অত্র ইউনিয়নে শরিক কর্মসূচির  অর্থায়নে ২০১৫-২০১৯ ইং পর্যন্ত কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে । শরিক কর্মসূচি হতে অত্র ইউনিয়নে প্রকল্প বাস্তবায়নের জন্য ৮,০০,০০০/০০ টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন মর্মে    জানা গিয়েছে । লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের জনঅংশগ্রহণমূলক কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের প্রেক্ষিতে প্রকল্প গ্রহণ করা প্রয়োজন ।  জনঅংশগ্রহণমূলক কৌশলগত পরিকল্পনা প্রণয়নে ওয়ার্ড থেকে

চলমান-২

(২)

জনগণের চাহিদা মোতাবেক আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের পর্যাপ্ত অবকাঠামো একেবারেই নেই । সে লক্ষ্যে শিক্ষার পরিবেশ ও গুণগত শিক্ষাদানের জন্য উক্ত বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ  করা জরুরী  । তাই সুশাসন কর্মসূচি শরিক হতে আর্থিক বরাদ্দের প্রেক্ষিতে আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ করা বিশেষ প্রয়োজন । ইউপি চেয়ারম্যান মহোদয়ের উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে উপস্হিত সকল সদস্য আলোচনা পর্যালোচনা করে নিম্নবর্ণিত সিদ্ধান্ত সর্ব্ সম্মতিক্রমে গ্রহণ করা হয় ।

প্রকল্পের নামঃ       আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণ ।

অদ্যকার সভায় সভাপতি মহোদয় আরও জানান যে, স্হানীয়  সুশাসন কর্মসূচি শরিক এর শর্ত অনুযায়ী প্রকল্পের মোট খরচের ১০% হিসাবে ইউনিয়ন পরিষদ বহন করবে । সে মতে প্রকল্পের সম্ভাব্য মোট খরচ ৮,৮০,০০০/০০ টাকা । এতে স্হানীয়  সুশাসন কর্মসূচি শরিক হতে ৮,০০,০০০/০০ টাকা আর ইউনিয়ন পরিষদ হতে ৮০,০০০/০০ টাকা বহন করতেহবে । উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে উপস্হিত সদস্যগণ   আলোচনা পর্যালোচনা করে ১০% হিসাবে ইউপি হতে প্রকল্প খরচ বহন করার জন্য  সর্ব্ সম্মতিক্রমে  সিদ্ধান্ত  গ্রহণ করা হয় ।

 

২নং আলোচনা ও সিদ্ধান্তঃঅদ্যকার সভায় আলোচনাক্রমে সভাপতি জানান যে, সুশাসন কর্মসূচি শরিক হতে জেন্ডার গ্রান্টস্ আর্থিক বরাদ্দ পাওয়ার ব্যাপারে বিষদ আলোচনা করা হয় । জেন্ডার গ্রান্টস্ আর্থিক বরাদ্দ পাওয়ার জন্য ২০৭ টি ইউনিয়ন পরিষদ প্রকল্প সিদ্ধান্ত গ্রহন করে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে । এর মধ্যে ১০ টি ইউনিয়ন পরিষদ নিবাচিত হয়ে প্রকল্প বাস্তবায়ন করবে । এই ব্যাপারে সকল সদস্য প্রকল্প প্রস্তাব প্রদান ও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সিদ্ধান্ত সর্ব্ সম্মতিক্রমে গ্রহণ করা হয় ।

 

৩নং আলোচনা ও সিদ্ধান্তঃঅদ্যকার সভায় সভাপতি জানান যে, অত্র ইউপির জন্য জনঅংশগ্রহণে প্রস্তুতকৃত কৌশলগত পরিকল্পনা বহি (২০১৫-২০১৯) মুদ্রণের জন্য ছাপাখানায় প্রেরণ করা হয়েছে । বহি প্রাপ্তির পর যথাসময়ে বিতরণের ব্যবস্হা গ্রহণ করা হবে । কার্যকর ব্যবস্হা গ্রহণ করার জন্য সভাপতি মহোদয়কে সর্ব্ সম্মতিক্রমে  অনুরোধ জানানো হয় ।

 

 বিবিধঃ১) বিবিধ আলোচনায় ইউপির আয়-ব্যয়ের হিসাব সভাপতি সভায় উপস্হাপন করে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ করেন । হিসাব সভায় আলোচনা করে সর্ব্ সম্মতিক্রমে অনুমোদন করা হয় এবং হিসাব সংরক্ষণের জন্য সচিবকে নির্দ্দেশ দেওয়া হয় ।

 

সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।

 

 

 

আবদুল ওয়াদুদ

সভাপতি ও চেয়ারম্যান

লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ

সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ

স্মারক নং-                                                                       তারিখঃ     -০৮-২০১৫খিঃ

 

সদয় অবগতি ও কার্যার্থেঃ

১) জেলা প্রশাসক, সুনামগঞ্জ ।

২) উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ সদর ।

৩) জনাব/জনাবা ……………………………. সদস্য (সকল),লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ, সুনামগঞ্জ সদর ।

 

 

 

চেয়ারম্যান

লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ

সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ